মালয়েশিয়ায় বাংলাদেশীসহ আটক ৮০ অবৈধ অভিবাসী
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:০৭:৪৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৮০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার রাতে সেলাঙ্গরের সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়। সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ৭৫ জন মহিলা ছিলেন যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিক।
অভিবাসীরা বিনোদন কেন্দ্রে ওয়েটার হিসেবে কাজ করত বলে মনে করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের সময় কেউ কেউ বিনোদন কেন্দ্রে স্থানীয় দর্শনার্থীদের কাছে বান্ধবী হিসেবে জাহির করার চেষ্টা করেছিল কিন্তু কৌশলটি কাজ করেনি। আটক হতে হল ইমিগ্রেশনের হাতে।
পরিচালক বলেন এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর রাত ১০.৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।