সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:২৭:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে স্টিলের নৌকার নীচে রাখা তুষের বস্তা থেকে পাচার হওয়া দেড় কোটি টাকার ভারতীয় শাড়ী কসমেটিক্সসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে বিজিবি।শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের শাহেববাড়ি এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসময় সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাই মালামাল পাচার হওয়ার খবর শুনে বিজিবি সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে টহলদল পাঠানো হয়। পরে নৌকাটি সাহেববাড়ির দিকে আসলে নৌকাটি আটক করা হয়। আটকৃত নৌকার নীচে তুষের বস্তা থেকে এক কোটি ৭৪ লাখ টাকার কাপড় জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।