রেলওয়ে স্টেশন থেকে ৫ চোরাকারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:৪০:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় বিস্কুট-চকলেটসহ ৫ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনে ও রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় বিস্কুট-চকলেটসহ একজনকে আটক করে রেলওয়ে পুলিশ। তার নাম নাছির উদ্দিন (৩০)। সে চাঁদপুর জেলার শহরাস্তি থানার যাদবপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। এসময় তার কাছ থেকে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এর আগে দুপুরে পৃথক অভিযানে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় চোরাই পণ্যসহ আরো ৪ জনকে আটক করে রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলেন- ঢাকার চকবাজার থানার কাজী দেওয়ান ১ম লেনের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন আহাম্মদ মজনু, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাও গ্রামের আবুল খায়েরের ছেলে জাহিদুল ইসলাম লিমন, বরিশালের বিমানবন্দর থানার ক্ষুদ্রকাটি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে শামীম হোসেন ও ঢাকার লৌহজং থানার রাদগাও গ্রামের আবেদ আলী শেখের মেয়ে ইয়াছমিন। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকার চোরাই পথে আসা কিট ক্যাট, সাফারি, ডেইরি মিল্ক, বেনজোসহ বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বলেন, পৃথক অভিযানে রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভারতীয় চোরাই পণ্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। চোরাকারবারিদের গ্রেফতারে রেল পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।