হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, অডিও ফাঁস !
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৯:৪৫:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি।
আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের যেমন কঠোর নির্দেশনা দিয়েছিলেন তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও ছিল তার কঠোর নির্দেশনা। এসব নির্দেশনা দিয়েছিলেন অনেকটা প্রকাশ্যেই। তবে থামানো যায়নি সেই আন্দোলন। অবশেষে শত শত মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা।
শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি গুলি করার নিদের্শনাও দেন তিনি। ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে বলে উঠে এসেছে খোদ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনেও।
তাছাড়া কদিন পর পরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড। যেগুলোতে দলীয় নেতাকর্মীদের আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে।এরই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে ‘প্রাণঘাতি অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা’। নতুন এই অডিওটি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’। তাদের ফেসবুক পেইজে শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ওই অডিওটি প্রকাশ করে। ওই অডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
তবে হেলিকপ্টার থেকে গুলি করার শেখ হাসিনার দেওয়া নির্দেশের অডিও’র বিষয়টি প্রথম সামনে আনেন বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।গত ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে তার ব্যাক্তিগত ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লিখেন, ‘আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই।’
বলা হচ্ছে, ফাঁস হওয়া অডিওটি গত ১৯ জুলাইয়ের। যখন তুমুল আন্দোলন চলছিল ঢাকাসহ সারাদেশে। যেদিন বহু হতাহতের ঘটনা ঘটে। ওইদিনই আন্দোলন নিয়ন্ত্রণে জারি করা হয়েছিল কারফিউ।
ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায়, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা।একজন কর্মকর্তাকে আন্দোলনকারীদের ‘ছবি দেখে রাতের মধ্যে ধরা যায় কিনা’ পরামর্শ চাইলে শেখ হাসিনা বলছিলেন, ‘ওটা না, র্যাব-ডিজিএফআইসহ সবাইকে (নির্দেশনার কথা) বলা হয়েছে গুলি করে মেরে ফেল। ‘যেখানেই গ্যাদারিং (জমায়েত) দেখা যাবে সেখানেই উপর থেকে (হেলিকপ্টারে গুলি) করা হবে।’
ওই কর্মকর্তা তখন তার নির্দেশনা চাইলে শেখ হাসিনা আরও বলেন, ‘আমার নির্দেশনা দেয়া আছে। ওপেন নির্দেশনা এখন দিয়ে দিয়েছি।’ ‘এখন লেথাল উইপেন (ভারী অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে গুলি করবে।’ এই অডিও রেকর্ডটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ফাঁস হওয়া অডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোন গণমাধ্যম।অবশ্য জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যেখানে আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে বলা হয়েছে।
২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ অগাস্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলি নিয়ে তৈরি করা ওই প্রতিবেদন গত ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনটি তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী ও অন্যান্য ক্ষেত্রের কর্মকর্তারা কীভাবে একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশনা দেন ও তদারকি করেন, তার বর্ণনা দিয়েছেন বিক্ষোভ দমনের সঙ্গে সরাসরি জড়িত সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্র; যেখানে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছিল বা নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করেছিল।’