হিযবুত তাহরীরের মিছিল, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ১০:১৮:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হলেও কোনো কিছুর তোয়াক্কা করেনি নিষিদ্ধ এই সংগঠনটি। হুঁশিয়ারি উপক্ষো করেই শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে তারা। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের।
সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হন হিজবুত তাহরীরের সমর্থকরা। এ সময় তারা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগানে মার্চ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলেও তাদের ঠেলে হিজবুত তাহরীরের লোকজন এগিয়ে যেতে থাকে।
পরে বিজয়নগর পানির পাম্প মোড় প্রদক্ষিণ করে পল্টনের দিকে এগোলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ে। সেই টিয়ারশেল উপেক্ষা করে মিছিলটি পল্টন ময়দানে গেলে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়। এ সময় সেনাসদস্যরা বেশ কয়েকজনকে আটক করেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েকজন।
পুলিশের রমনা বিভাগের পদস্থ এক কর্মকর্তা বলেন, বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরকে বাধা দেওয়া হয়নি। কেননা সেখানে অনেক মুসল্লি ছিলেন। তাদের হালকা বাধা দিয়ে পুরানা পল্টন ও বিজয়নগরের দিকে বের করে আনা হয়। সেখানে সাধারণ মানুষ থাকায় এই এলাকাতেই তাদের প্রতিরোধ করা হয়।
তিনি বলেন, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে হিযবুত তাহরীর সমর্থকদের ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশের সঙ্গে সেনাবাহিনীও অংশ নেয়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।