নগরে পুলিশের হাতে ছিনতাইকারীসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৭:৪৮:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযানে ছিনতাইকারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে ভূমি দখল, টিলা কাটা, জমির টপসয়েল বিক্রি এবং একাধিক মামলার আসামিসহ ছিনতাইচক্রের সদস্যসহ ৫ জনকে আটক করে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্রে জানিয়েছে, বুধবার মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ভূমিখেকো ও একাধিক মামলার আসামি বাবুল আহমদ (৪৫) কে ধোপাগুল এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তিনি শাহপরান থানার দাসপাড়া এলাকার রফিক মিয়া পুত্র। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিন দুপুরে নগরীর পাঠানটুলা এলাকায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৭২ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। আটকরা হলো, শাহপরান থানার হাতিমবাগ গ্রামের নূরুল আমীনের ছেলে রুহেল আহমদ (২৩), একই থানার উত্তর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম (৩২)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সুবিদবাজার এলাকা থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জালালাবাদ থানার কালারুকা গ্রামের আব্দুর নুরের ছেলে মো. জমির (২৯) ও শেখপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. সেলিম (৪০)। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পূর্বে দায়ের করা ছিনতাই মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।