ফেনসিডিল-বিদেশী মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৭:৫০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফেনসিডিল ও বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের আটক করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস এলাকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি সিএনজি অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রুহুল আমিন সাদিক (২১) এয়ারপোর্ট থানার মংলিরপাড় এলাকার খুরশেদ আলমের ছেলে। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় বড়শালা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড সংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে আরেকটি অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় ৯ বোতল বিদেশি মদসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। তার নাম রঞ্জিত বৈষ্ণব (৪৫)। সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার বাবনগাঁও গ্রামের মৃত রমাকান্ত বৈষ্ণবের ছেলে।
আটকের পর তাদেরক আদালতে সোপর্দ করা হয়েছে।