পীরেরবাজারে সেনাবাহিনীর হাতে আটক ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৭:৫২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর পীরেরবাজারে মাদকদ্রব্য ও ইলেকট্রনিক ডিভাইসসহ সেনাবাহিনীর হাতে ৩ নারীসহ আটক ৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপির শাহপরান থানার ওসি মো. মনির হোসেন।
শনিবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদকে তিনি জানান, আটকের পর সেনাবাহিনী ও এসএমপির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করলে দেখা গেছে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদেরকে পরিকল্পিতভাবে ফাসাঁনো হয়েছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এরআগে শুক্রবার বিকেলে শহরতলীর পীরেরবাজারের শাহসুন্দর মাজার এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ৩ নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ফেন্সিডিল, বিদেশি মদের বোতল, ইয়াবা, শিশা, সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওসি মনির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিহিংসা শিকার হয়েছে ঐ পরিবার। তাদের ফাঁসাতে বাসার ভেতরে মাদকদ্রব্য অন্য কেউ রেখে গিয়েছিলো বলে আমরা ধারণা করছি। এলাকাবাসীও তাদের ব্যাপারে কোন অপরাধমুলক কাজের তথ্য দিতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে ছেড়ে দেওয়া হয়েছে।