ইসলামের সঠিক ধারণা ও মৌলিক মানবীয় গুনাবলী অর্জন করুন : জুবায়ের
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:০৫:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলাম ও মুসলমানদের ইতিহাস সেরাদের ইতিহাস। ইসলামের ইতিহাস বিজয়ের ইতিহাস। সেই ইতিহাস রচয়িতাদের উত্তরসূরী আমরা। তিনি বলেন, আমরা ইসলামী আন্দোলন করি। দ্বীন কায়েমের এ আন্দোলন কোন সহজ বিষয় নয় কিন্তু এই আন্দোলনে আমরাও বিজয় অর্জন করতে পারবো যদি নিজেদেরকে সঠিকভাবে গঠন করার কঠিন চ্যালেঞ্জ নিতে পারি। এ পথে দুঃখ কষ্ট, বাধা বিপত্তি থাকবেই কিন্তু এসব মাড়িয়ে এগিয়ে যেতে ইসলামের সঠিক ধারণা ও মৌলিক মানবীয় গুণাবলী অর্জন করতে হবে।
তিনি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের প্রশিক্ষণের মাস। এ মাসে শক্ত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে গড়ে তুলতে হবে এবং বৈশ্বয়িক সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে।
এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল ৮ মার্চ শনিবার নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা আয়োজিত সদস্য প্রার্থী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, হাকিম নাজিম উদ্দিন, আব্দুল কাইয়ুম প্রমূখ। বিজ্ঞপ্তি