সিলেট প্রেসক্লাবে লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:০৭:০৯ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব-আনোয়ার শাহজাহান ফাউন্ডেশন লেখক সম্মাননার প্রবর্তক ও যুক্তরাজ্য প্রবাসী লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান ক্লাব সদস্যদের সাথে শনিবার বিকেল এক মতবনিমিয় সভায় মিলিত হয়েছেন। এ সময় তিনি সিলেট প্রেসক্লাব লাইব্রেরীর জন্য তার লেখা কয়েকটি গ্রন্থ উপহার দেন। একইসাথে তিনি সিলেট প্রেসক্লাব-আনোয়ার শাহজাহান ফাউন্ডেশন লেখক সম্মাননা কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিমত ব্যাক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফয়সল আলম, শেখ আশরাফুল আলম নাসির, খালেদ আহমদ, শফিক আহমদ শফি প্রমুখ। বিজ্ঞপ্তি