সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:২৬:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.জে.এম. রেজাউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। আলোচনা সভায় বক্তারা, নারী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা নারী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।