জামালগঞ্জে ভীমখালি ইউনিয়ন যুবদলের ইফতার
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:২৮:২৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মল্লিকপুর বাজারে ভীমখালী ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে ভীমখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান এর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, এডভোকেট শাহিনুর রহমান, এমদাদুল হক আফিন্দী, নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, ফরিদ মিয়া তালুকদার সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজত করা হয়।