কুলাউড়ায় একই রাতে ৪টি গরু চুরি
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:৩৯:৪৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় একই রাতে সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দুইটি চা বাগান থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) ভোরে ওই ইউনিয়নের তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারার বাড়ি থেকে দুইটি এবং পার্শ্ববর্তী চাতলাপুর চা বাগানের টাঙ্কি টিলার ঝন্টু রবিদাসের দুইটিসহ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ৪টি গরু চুরি হয়।
চুরি হওয়া গরুর মালিক সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান, চুরি হওয়া দুটি ষাঁড় গরুই ছিলো তার একমাত্র সম্পদ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। গরু চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, চুরির পর আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নেই এবং শনিবার দিনব্যাপী চা বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকেও অবহিত করি।
আরেক মালিক চাতলাপুর চা বাগানের ঝন্টু রবিদাস জানান, ওই রাতে আমারও দুইটি গরু চুরি হয়েছে। গরু দুইটিই আমার শেষ সম্বল ছিলো। দুটি গরুর বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। আমি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান রয়েছে।