তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাস্তায় রোজাদারদের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:৪৭:০০ অপরাহ্ন
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেট এর উদ্যোগে সিলেট মজুমদারী বিমান অফিসের সামনে ঘরের বাইরে থাকা নিম্ন আয়ের রোজাদারদের ইফতার করানোর উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বাদ আসর সিলেট বিমান অফিসের প্রাঙ্গণে এ ইফতার বিতরণের কর্মসূচি পালন করা হয়। জানা যায়, অনেকেই আছেন যারা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। তাদেরকে তেমন কিছু খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা তাদের হাতে ইফতার তুলে দিচ্ছি। পুরো মাস জুড়ে প্রত্যেক শুক্রবার নির্দিষ্ট স্থানে এ কার্যক্রম চলবে।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান বারেক, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ খান, হাজী সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন মিসবাহ, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খান মুছাদদিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুসাসহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ রিজভী, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ, ধর্ম সম্পাদক মোঃ ছদরুল ইসলাম, ক্রিয়া সম্পাদক আমান খান কয়েছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, পাঠাগার সম্পাদক সৈয়দ আজিম হোসেন, তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হোসেন খান ইমাদ। সদস্যরা হলেন- মিনহার হোসেন মিনার, মোঃ আনোয়ার হোসেন, আলী মোজতবা সাজু, মোঃ ইকবাল হোসেন রুহেল, মোঃ জুবায়ের খান, আবু হুরায়রা খান নাজিম, সজিবুর রহমান রুবেল, নাসরিন আক্তার প্রমূখ।