ছাত্রদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: কুলাউড়ায় জেলা শিবির সভাপতি
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ১০:০৪:৩১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধিঃ ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর গুমসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। বিগত ২৪ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আজ ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের ছাত্রদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন।
শনিবার (৮ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সৎ নেতৃত্ব গড়ে তুলে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তিনি সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুমিত মুরশেদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংবাদকর্মী ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।