সৃজন সাহিত্য সংঘের নারী দিবসের আলোচনা সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ১০:০৫:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৃজন সাহিত্য সংঘ। শনিবার উক্ত সভা অনুষ্ঠিত হয়। লেখিকা আমিরা বেগমের সভাপতিত্বে ও জাকিয়া নুরী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা শাহিনা খানম ও ড. সোহেলী তামান্না। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাহেরা ফোয়ারা।
সভায় নেত্রীবৃন্দ বলেন, ইসলাম নারীদের সবচেয়ে বেশী মর্যাদা দিয়েছে। কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থায় কথিত নারী স্বাধীনতার নামে নারীদের পণ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। এতে সমাজে নানা অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে। দেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের ঘটনা কোনভাবেই কাম্য হতে পারেনা। এব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কুরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালনায় নারীদের উদ্ধুদ্ধ করতে হবে। বিজ্ঞপ্তি