জামায়াতের প্রত্যেক দায়িত্বশীল হবে অনুকরণীয় মডেল : মাওঃ হাবিব
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ১০:১৩:১১ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতের প্রত্যেক দায়িত্বশীল হবে সকলের জন্য অনুকরণীয় মডেল। পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ইসলামের প্রচার প্রসারের কাজ ইহসানের সাথে পালন করতে হবে। মজলুম মানবতার মুক্তির কণ্ঠস্বর হিসেবে সমাজের সকল স্তরে দায়িত্বশীলদের বিচরণ অব্যাহত রাখতে হবে। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে দায়িত্বশীলদের কে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজেদের মান উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি সাংগঠনিক কাঠামো কে সক্রিয় রাখতে সচেষ্ট থাকতে হবে। তিনি শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল ইসলামের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন খান, সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, হাকিম নাজিম উদ্দীন, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। কর্মী শিক্ষা শিবিরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।