সিলেট চেম্বারে প্রশাসকের দায়িত্ব গ্রহণে বাঁধা নেই
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৫:৫০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত কমিটির দায়েরকৃত রীট আবেদন খারিজ করেছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। ফলে সিলেটে চেম্বারে প্রশাসকের দায়িত্ব গ্রহণে আর বাধা নেই। গত বৃহস্পতিবার (৬ মার্চ) সুপ্রীম কোর্টের আপীল বিভাগ এই আদেশ দেন।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র অনির্বাচিত পরিচালনা পরিষদ ভেঙ্গে অফিস আদেশ (স্মারক নং ২৬.০০.০০০, ১৫৬.৩২. ০০১.২৩(অংশ-৮).১০৬) বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে প্রশাসকের দায়িত্ব অর্পন করেন।
কিন্তু এই আদেশের বিরুদ্ধে চেম্বারের অনির্বাচিত পরিষদ হাইকোর্টে একটি রীট আবেদন দায়ের করেন যার নং ১৫৯৭৮/২০২৪। এর পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বিভাগীয় বেঞ্চ মন্ত্রনালয়ের আদেশের কার্যক্রম স্থগিত রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন।
এর প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক, উক্ত রুল নিসি ও অন্তর্বর্তীকালীন আদেশে সংক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ১২৪৮৫ নং লিভ টু আপীল দাখিল এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত অন্তর্বর্তীকালীন স্টে-অর্ডারের কার্যকারিতা স্থগিত রাখার আদেশ প্রার্থনা করা হয়। এরপর গত বৃহস্পতিবার (৬ মার্চ) তারিখে প্রদত্ত আদেশে ১২৪৮৫/২০২৪নং আপিলের অনুমতির জন্য দেওয়ানী আবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে চেম্বার জজ বিগত গত ১৫ ডিসেম্বর ১৫৯৭৮/২০২৪নং রিট পিটিশনে প্রদত্ত স্থগিতাদেশের কার্যকারিতা আপীল বিভাগ স্থগিত ঘোষণা করেন। আপিল বিভাগের জারি করা স্থগিতাদেশ আদেশের কারণে, হাইকোর্ট বিভাগ কর্তৃক পূর্বে প্রদত্ত স্থগিতাদেশের অন্তর্বর্তীকালীন আদেশ আর কার্যকর থাকল না।
তদনুসারে, স্মারক নং- ২৬.০০.০০০.১৫৬.৩২.০০১.২৩ (অংশ ৮). ১০৬ তারিখ ১০.১২.২০২৪ অনুসারে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা ও নবনির্বাচিত কমিটির কাছে যথাযথ দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করার উদ্দেশ্যে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেটের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা নেই।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোঃ আনিসুল হাসান।