বড়লেখায় দুই আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৫:৫৪:২৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা ও সদস্য ফজলুর রহমানকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে। নজরুল ইসলাম গজভাগ গ্রামের মৃত ছালেহ উদ্দিনের ছেলে এবং ফজলুর রহমান পশ্চিম দক্ষিণ ভাগ গ্রামের মৃত অমর উদ্দিনের ছেলে।
রোববার বিকেলে দুইটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এদিকে, গ্রেফতার আসামি ফজলুর রহমানের স্ত্রী পারভিন জাহান ও পুত্র আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ফজলুর রহমান একজন প্রবাসী রেমিটেন্সযোদ্ধা ছিলেন। যে মামলায় পুলিশ সন্ধিগ্ধ আসামি করে কারাগারে পাঠিয়েছে ওই মামলায় উল্লেখিত ঘটনার এক বছর পূর্ব থেকেই তিনি কাতারে ছিলেন। তিনি ২০১৬ সালের ১৪ মে দেশে ফিরেন। মামলার বাদি নুরুল ইসলাম তাপাদার জানান, ফজলুর রহমান তার মামলার এজাহার নামীয় কিংবা সন্ধিগ্ধ আসামি নন। পুলিশ লোকজনকে ধরে এনে আমাদের মামলায় কোর্টে চালান করছে। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টেক্কাকে যে মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ কারাগারে পাঠিয়েছে ওই মামলার বাদি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক জানান, নজরুল ইসলাম টেক্কা তার মামলার আসামি নন। তাকে গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞেস করেনি তিনি আমার মামলার আসামি কি-না।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার জানান, দুইটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি ফজলুর রহমান ও নজরুল ইসলাস টেক্কাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।