সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:০৮:৫১ অপরাহ্ন
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও এসএসসি-এইচএসসি উত্তীর্ণ ২০২৪ সালে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি এবং সনদ শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. সাজেদুল করিম।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি এম রফিকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আবুল খায়েরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান (অব.) তোতিউর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মদনমোহন কলেজের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, বর্তমান অধ্যক্ষ আব্দুল মালেক, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ আলম, শাবিপ্রবির প্রভাষক জহির উদ্দিন, সমিতির উপদেষ্টা এডভোকেট বদরুল আলম ও পূর্ব ইসলাম পুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা এহসান উদ্দিন, ফয়জুল হক, আলীমুজ্জামান, শাহজাহান সাজু, বশির উদ্দিন, এডভোকেট মকদ্দস আলী, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সাংবাদিক আবিদুর রহমান, কবির আহমদ, এডভোকেট ইসরাফিল আলী, নুরুল মুত্তাকিন বাদশাহ, বজলু মিয়া, মাস্টার শফিকুল ইসালম, নিজাম উদ্দিন, মাও. আসাদুজ্জামান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ইসা তালুকদার, ছাত্রনেতা এহসানুল মাহবুব, মারজান আহমদ, সাকিল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতহার আজমল রাফি ও নুসরাত লাবনী প্রমুখ। বিজ্ঞপ্তি