বিয়ানীবাজারে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:২৩:১৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজারি কমিটির সদস্য ও টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদ বলেছেন, আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বের। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির রাজনীতিতে আগামীতে কোন বলয় থাকবে না। আর বলয় থাকলে একটাই বলয় থাকবে সেটি তারেক রহমানের। সেটি হবে ৩১ দফার। এর বাইরে কেউ বলয় বা গ্রুপ সৃষ্টি করতে চাইলে তারা রাজনীতিতে টিকতে পারবেনা। এজন্য যারা বিএনপির রাজনীতি করবেন তাদেরকে আগামী দিনে মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি শুক্রবার বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতাকর্মী এবং সুধীজন এর সঙ্গে ইফতার মাহফিলপূর্ব আলোচনাসভায় উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সাংবাদিক মো. ফয়ছল আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম সাইফুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলী আহমদ। ইফতারপূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম হক্কানী। বিজ্ঞপ্তি