কানাইঘাটে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:২৪:৫২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের নায় কানাইঘাটে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী পরবর্তী উপজেলা সভাকক্ষে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামছুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, প্রশিক্ষণার্থী সুইটি সূত্রধর।
আলোচনা সভা শেষে সফল নারী ও শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে। আলোচনা সভায় কানাইঘাট বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে দেশের শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়ে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনুস এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করায় তার সাফল্যে অভিনন্দিত করা হয়।