বিয়ানীবাজারে জিয়া মঞ্চের গণইফতার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:২৬:২৪ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দীর্ঘদিন দেশে ভোটাধিকার ও আইনের শাসন কিছু ছিলনা। ফ্যাসিস্ট সরকারের অপশাসনের দীর্ঘদিনের পুঞ্জিভুত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই বিপ্লবে। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কারের নামে দীর্ঘমেয়াদের অনির্বাচিত সরকার বিএনপি মানবে না। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাতেই সব সংস্কার সম্ভব।
তিনি শনিবার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে জিয়া মঞ্চের উদ্যোগে ও নিজ তত্ত্বাবধানে অনুষ্ঠিত গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিয়ানীবাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সায়েক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু আহমদ, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, বিএনপি নেতা জিলাল আহমদ, তাজুল আহমদ, জামিল আহমদ, বাবর আহমদ চৌধুরী, জিয়া মঞ্চের নিজাম উদ্দিন, ফয়জুর রহমান, আব্দুল মন্নান, শামিম আহমদ চৌধুরী, হিফজুল ইসলাম সুমন, রিপন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা আফছর আহমদ, আব্দুল মুকিত, আব্দুল বাসেত, সাইদুর রহমান আলমগীর, আজাদুর রহমান রানা, আব্দুস সামাদ শিকদার, চারখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল খন্দকার, ছাত্রদল নেতা ফাহিম আহমদ, মিজানুর রহমান সামু, শরিফ, সুফিয়ান আহমদ, মুহিউল ইসলাম চৌঃ মুন্না, মান্না, শিব্বির, জিবান আহমদ, আবু সুফিয়ান, সামি আহমদ, খালেদ আহমদ, রাহি আহমদ ও সাবিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি