মালয়েশিয়ায় সম্প্রীতির বন্ধনে এমবিএফ এর ইফতার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:৪৯:৪৯ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির উন্নয়ন-কল্যাণে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে শনিবার সন্ধ্যায় সানওয়ে স্টারকাবাব রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এমবিএফএর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। যা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ছাড়াও প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র প্রচারের ক্ষেত্রেও কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন।