নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:৫১:৩৬ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি : ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদেরকে আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের আরও স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।