ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে শাবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৭:৫৭:২৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: ধর্ষকদের শাস্তিস্বরুপ মৃত্যুদন্ড প্রদান এবং দেশে আইন শৃঙ্খলা বজায়ের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের ফের দাবি তুলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের এ প্রতিবাদ কর্মসূচি পালন তারা। এরআগে ক্যাম্পাসের গোল চত্বর থেকে মেয়েদের প্রথম ছাত্রী হল প্রদক্ষিণ করে মিছিল করেন বিক্ষোভকারীরা।
মিছিল পরবর্তী সমাবেশে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানা আক্তার লুবনা বলেন, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে, আমরা তা জানতে চাই। আমাদের বিচার ব্যবস্থা এতটা দীর্ঘ প্রক্রিয়া ও এত ভিকটিমপ্লেমি, যেখানে ভিকটিমকে আইনের কাঠগড়ায় আবার ধর্ষিত হতে হয় আসামির সামনে ও আইনের সামনে। রাষ্ট্রকে শুধু ধর্ষণের শিকার হওয়া ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিলেই হবে না, পাশাপাশি তার শারীরিক ও মানসিক সুস্থতার দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের বর্তমানে যে অরাজকতা চলছে, এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগকে করতে হবে। গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলামের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা ঘটক, নৌরিন জামান, পলাশ বখতিয়ার প্রমুখ।