তুরস্কে নারী অধিকারের মিছিল থেকে আটক ২০০
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৮:০১:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে করা মিছিল থেকে ২০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবারের ওই মিছিলে ৩ হাজারেরও বেশি নারী অংশ নেন।
দীর্ঘদিন ধরে ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত তাকসিম স্কয়ারে বিক্ষোভ কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চলছে। জায়গাটি সাধারণত কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাকসিম স্কয়ারের কাছাকাছি স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সূর্যাস্তের সময় তাকসিম স্কয়ারে ফেমিনিস্ট নাইট মার্চ সমাবেশ শুরু হয়। সেখানে অনেক বিক্ষোভকারী বেগুনী রঙের পোশাক পরে ‘আমরা চুপ থাকব না’, ‘আমরা ভীত নই, আমরা মানব না’, ‘আমাদের নারীবাদী সংগ্রাম দীর্ঘজীবী হোক’- স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করেন।
তবে মিছিলটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, মিছিলের সময় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকের চেষ্টা করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা বেশ কয়েকজন বিক্ষোভকারীকে সমাবেশ থেকে টেনে-হিঁচড়ে বের করে দেয়।
মিছিলের আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ফেমিনিস্ট নাইট মার্চ শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিলেন। তখন পুলিশ আমাদের বন্ধুদের ‘উস্কানিমূলক আচরণের’ অভিযোগে আটক করতে শুরু করে।
৮ মার্চ প্রায় ২০০ জন নারীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে দাবি করেন আয়োজকরা। তবে, এ বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।