দিরাইয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫, আহত ৪০
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৯:১৪:১০ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫ জনসহ দুপক্ষের ৪০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আব্দুস সালাম ও মুক্তিযোদ্ধা শফিক মিয়ার লোকদের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, বিগত সরকারের আমলে দলীয় দাপটের প্রভাবে প্রভাবশালী দুপক্ষের মাঝে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুইপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার তর্কবির্তকের একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান। এ সময় সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে প্রতিপক্ষের ১৫ গুলিবিদ্ধ হয়। গুলির বিষয়টি নিশ্চিত করে দিরাই উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাফায়াত হোসেন বলেন আহতদের মাঝে ১৫ জন গুলিবিদ্ধ। সংঘর্ষের বিষয়ে এক পক্ষ অপর পক্ষের লোকদের দায়ী করছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধসহ দু’পক্ষের ৪০জন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গ্রামে পুলিশ মোতায়েন আছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।