সুনামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৯:১৬:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ সভা চলে। সভায় জেলার বিভিন্ন পয়েন্টে নৌ-পথে মালবাহী নৌকা থেকে চাঁদাবাজী, সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর নজরদারী, ডুলুরা এলাকায় ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও দিরাই, শাল্লা ও জামালগঞ্জে বিল লুটের বিষয় নিয়ে অংশীজনরা আলোচনা করেন।
জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, বিজিবি সিও লেঃ কর্নেল এ কে জাকারিয়া কাদির। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করীমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরে নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেল সুপার মোঃ মাইনুদ্দিন ভুইয়া, সাখাওয়াত হোসেন, বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বিল লুটের ঘটনায় জড়িতদের সহযোগিতা করা যাবে না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। নৌ-পথে যেখানেই চাঁদাবাজী হবে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফসলরক্ষাবাঁধের কাজ শেষ। কোথাও অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।