ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৯:৪৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইয়াবাসহ ৩ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত সোয়া ১২টার দিকে সোবহানীঘাট-বন্দরবাজার রোডের মহাজনপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রিপন মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগরের সাউথপাড়ার গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। সে বর্তমানে সিলেটের শাহপরাণ থানার বালুর চর এলাকায় বসবাস করছে। অভিযানে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে, কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা, এয়ারপোর্ট থানায় চুরি ও সংরক্ষণ আইনের মামলা ও শাহপরান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।