পুলিশের উপর হামলার আসামী হকার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৯:৪৭:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর জিন্দাবাজারে পুলিশের উপর হামলার ঘটনায় এক হকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. শরীফ আহমদ (২৭) সুনামগঞ্জ জেলার নোয়াগাঁও (নয়াগাঁও) গ্রামের আরজোক আলীর ছেলে। বর্তমানে নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় বসবাসরত। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে বন্দরবাজার সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। যুবদল নেতা কর্তৃক চাঁদা না দেয়ায় হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা। রাত ৯টা থেকে ১০ টা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত হকারদের অভিযোগ ছিলো যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। এই আন্দোলন চলাকালে কর্তব্যরত পুলিশের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।