৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ৯:৪৮:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে শাহপরান থানার দাসপাড়া এলাকায় পুলিশ চেকপোস্ট করাকালে একটি ট্রাক আটক করে। এতে তল্লাশী চালিয়ে ৩শ ৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর দাসপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ জনকেগ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- জকিগঞ্জের নান্দ্রিশী বাজারের ফখরুল উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন (২৪), বিয়ানীবাজারের দুবাক গ্রামের নুর আলী ইসলামের ছেলে রবিউল (২৫) এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জের মুরাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে জুনায়েদ মিয়া (২৬)।