যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইসরায়েল-হামাসের
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ১০:৩০:৫৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা যুদ্ধবিরতি আলোচনার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেননা চুক্তির মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে। হামাস বলেছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর জন্য ‘ইতিবাচক সূচক’ রয়েছে। ইসরায়েলও বলেছে, তারা আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আলোচনা এগিয়ে নেওয়ার প্রয়াসে সোমবার (১০ মার্চ) কাতারে একটি প্রতিনিধি দল পাঠাবে। হামাসের প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে বলে জানা গেছে। তাদের লক্ষ্য থাকবে চুক্তির পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া, যা যুদ্ধ শেষ করার পথ উন্মুক্ত করতে পারে।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া এক বিবৃতিতে বলেন, আমরা দ্বিতীয় ধাপের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমাদের প্রস্তুতির কথা নিশ্চিত করছি, যা আমাদের জনগণের দাবি পূরণ করে। আমরা গাজায় মানবিক সহায়তা ও আমাদের দুর্দশাগ্রস্ত জনগণের ওপর অবরোধ তুলে নেওয়ার জন্য জোরদার প্রচেষ্টার আহ্বান জানাচ্ছি। মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পরে এক বিবৃতিতে ‘নির্বাচন পর্যন্ত গাজা পরিচালনার জন্য জাতীয় ও স্বাধীন চরিত্রের একটি কমিটি’ গঠনের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে হামাস।
এর আগে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছিলেন, ইসরায়েল-গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গাজা পরিচালনার দায়িত্বে থাকা স্বাধীন, পেশাদার ফিলিস্তিনিদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠনে সহযোগিতার জন্য কাজ চলছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল সমালোচিত ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ পরিকল্পনার বিপরীতে গাজার জন্য মিসরের বিকল্প পরিকল্পনা আরব দেশগুলো গ্রহণ করেছে।
এদিকে, যুদ্ধ থামাতে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও শনিবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আগের দিন শুক্রবার গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই জন নিহত হয়।