ফেঞ্চুগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৫, ১১:২৮:০৬ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : একটি এলাকাকে নিরাপদ রাখতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। সদ্য বিদায়ী শীত মৌসুমে সিলেটের অন্যান্য উপজেলায় ডাকাতি হলেও ফেঞ্চুগঞ্জে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। বিষয়টি একটি দৃষ্টান্ত
হয়ে থাকবে। এই কৃতিত্ব ফেঞ্চুগঞ্জ উপজেলা বাসীর।
আজ ৯ মার্চ ফেঞ্চুগঞ্জ থানায় ‘ওপেন হাউজ
ডের অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শাহ আলম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও বিএনপির উপজেলা সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী ছুফি, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইমরান আহমদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন কমিউনিটি পুলিশের ফখরুল ইসলাম পাপলু, সায়েমুল আরেফিন ফুয়াদ, জহিরুল ইসলাম তানিম, সিদ্দিকুর রহমান সনজিত, আমীন, ফখরুল ইসলাম, ইউসুফ আলী, আব্দুল মুমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই হাবিবুর রহমান পিপিএম, কমিউনিটি পুলিশের তারেক খান।
সভায় মাদক সেবীদের দ্রুত গ্রেপ্তার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপিত হয়।