দক্ষিণ সুরমায় সচেতন নাগরিক এর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৫:৫৭:৫৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি: মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে ১০ মার্চ সকাল সাড়ে এগারোটা দক্ষিণ সুরমার চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।সমাজকর্মী এস এম ফাহিম এর সঞ্চালনায় ও মোহাম্মদ মোজাহিদ আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী মোর্শেদ আহমদ, রেদওয়ানুর রহমান নাঈম, এম মাহফুজুর রহমান, কবির আহমদ জনি, মাহফুজুল হাসান ইব্রাহীম, রোহানুল গনি আনান, তোফায়েল আহমেদ, সালমান রাব্বী, রাসেল আহমদ ও আনহার আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী মারজান আহমেদ, রাহাদ আহমদ, আব্দুল বাছিত, আশফাক জামান রাজভীর, মোজাক্কির আহমদ মুহিত, নাহিদ আহমদ, শাহেদ আহমদ, দিহান, আবু বক্কর, রাহিম আহমদ ও রনি আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাকিম আহমদ।
এদিকে, দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সভাপতি নজমুল ইসলাম শিপু, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আব্দুল কাদির বাছিদ ও শাহপরান সরকারি কলেজ ছাত্রদল সভাপতির নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।