জুড়ীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৬:০১:৩১ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি’র মালিকানাধীন অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সুত্রধরের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকেলে এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশে অনুমোদনবিহীন অবৈধ ইট ভাটা অপসারণের নির্দেশনামতে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি’র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।