শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে মহিলাদলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৬:৩৭:৫৩ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ধর্ষণ একটি জঘন্য ঘটনা। ধর্ষকদের কাছে মা-বোন ও মেয়েরাও নিরাপদ নয়। এসব ঘটনা বেশীরভাগ সময় স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমেই ধামাচাপা দেয়া হয়। ক্ষমতার অপব্যবহার ও টাকা ছড়িয়ে অপরাধীরা পার পেয়ে যায়। যে কারণে নারী বা শিশু ধর্ষণের ঘটনা এখন বেড়ে গেছে। তাই ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে শাস্তি দেয়া যায় এমন আইন করতে হবে।
সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার উপর পাশবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলাদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, সাবেক যুগ্ম সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, ১৯ নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, আমরা আর কোন ধর্ষণের ঘটনা দেখতে চাই না। এই দেশে কোন ধর্ষকদের স্থান হবে না। বিজ্ঞপ্তি