সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে এসপি’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:২৬:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। সোমবার বেলা ২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে অবগত হন। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা তাদের শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতার করা হবে। চোরাচালান বন্ধ, যানজট নিরসন, জলমহালে অবৈধভাবে মাছ আহরণ ও বালু লুট বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমেকর্মীদের সহযোগিতা চান পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জাকির হোসেন, ডিআইও আজিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম প্রমুখ।