শাবিতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৩১:১২ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন করেছেন।সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। এর মধ্যে অধিকাংশই ছিলেন আওয়ামীপন্থী শিক্ষক। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইসলাম এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
অধ্যাপক ড. সাবিনা ইসলাম বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রকাশ্যে সংঘটিত ঘটনাগুলোতে অপরাধীদের ফাঁসির মতো কঠোর শাস্তি প্রয়োজন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। আমরা ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সচেতনতা বাড়াতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইনের কঠোর প্রয়োগেরও আহ্বান জানান।