আটাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৩৬:৩১ অপরাহ্ন
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেটের একটি অভিজাত হোটেলে আটাব সিলেট অঞ্চলের সেক্রেটারি দেওয়ান রুশো চৌধুরীর সঞ্চালনায় ও আটাবের প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আটাবের মহাসচিব আসফিয়া জান্নাত সালেহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হক, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ আতাউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, বিমান বাংলাদেশ সিলেটের জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ মজুমদার ও হাবের সেক্রেটারী আব্দুল কাদির, ঢাকা কেন্দ্রীয় পরিষদের অর্থ সচিব লায়ন মো. শফিকুল আলম নান্টু, উপ-সচিব মোহাম্মদ তোয়াহা চৌধুরী, মনসুর আলম পারভেজ, ফজলুল হক, আবুল কালাম আজাদ, ইফতেখারুল আলম রাসেল, দিদারুল হক, মো. শাহিন- উজ-জ্জামান, কামাল উদ্দিন, এটিএম খুরশেদ আলম, কামাল শিকদার, আটাব সিলেট আঞ্চলিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের মো. আবু জাফর, তাজুল ইসলাম, দিদার আহমদ, মুহিবুল হক সহ সিলেট অঞ্চলের সকল সদস্যবৃন্দ। শুরুতে কোরআন তিলাওয়াত করেন আটাব সিলেট অঞ্চলের সহসভাপতি আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি