‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৩৫:১১ অপরাহ্ন
‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিলেট এর আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল।
এছাড়াও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. তাসনোভা প্রধান রুমী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপপরিচালক মোঃ ফারুক হোসেন শিকদার, পুলিশ পরিদর্শক সুধাংশু চক্রবর্তী, আবহাওয়াবিদ শাহ মো: সজীব হোসাইন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, অনিক আহমেদ অপু, মো: আতিকুর রহমান, আফজাল হোসেন, সাইফুল আমীন, অ্যাডভোকেট মামুন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ডিসি অফিসের সামনের মাঠে অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি