জামালগঞ্জে ৯ দোকান ভস্মিভূত, কোটি টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৪২:৩৫ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে ৯ দোকান ঘর ভস্মিভূত হয়েছে। এতে ঘর ও মালামালসহ প্রায় কোটি টাকা সমপরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের ধারনা, উপজেলার সাচনাবাজারে একটি দোকান ঘর থেকে ভোরে আগুনের সূতপাত হয়। সম্ভবত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের ধারনা করছেন লোকজন। সোমবার ভোরে বাজারে ধীরে ধীরে আগুনের উত্তাপ বাড়লে দোকানীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে সুনামগঞ্জ ও জামালগঞ্জ ইউনিটের দমকলবাহিনী, জামালগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের নিয়ে প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে-নিখিল দে’র মেশিনারী দোকান, আবদাল’র ইলেকট্রনিক দোকান, জুয়েল কম্পিউটার সার্ভিসিং, সঞ্জিত করের সেলুন, হারুন মিয়া পেন্টিং ও ভেরাইটিজ দোকান, দেলোয়ারের চা-মিষ্টি দোকান, রতন শিলের সেলুন দোকান, ফারুখ মিয়া দোকান ও জাফর মিয়ার দোকানের পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর ঘটনাস্থল পরিদর্শন করেন।