শাবিতে রমাদান অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৪০:৪৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রমাদান অলিম্পিয়াড-২০২৫।রোববার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিলের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। এর আগে গত ৭ মার্চ শুক্রবার প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়।
শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ-এর সভাপতি ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আসিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ। বক্তারা মাহে রমাদানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে রমাদানের বরকতপূর্ণ মাসে কুরআনকে বুঝা ও মানার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আত্মশুদ্ধি ও ইসলামী জ্ঞান অর্জনের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম, দ্বিতীয় স্থান অধিকার করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইহিদ হাসনান এবং তৃতীয় স্থান অধিকার করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী সুমন।এছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জাহিদুল হাসান, যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মাহিদুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদা আফরোজ, বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ মোস্তফা রানা, ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. উজ্জ্বল মিয়া, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আল হাসান তারেক, গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোসা: নুসরাত জাহান মিম পরবর্তী স্থান অধিকার করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রমাদান অলিম্পিয়াড-২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শেষে সবাই এক সঙ্গে ইফতার গ্রহণ করেন।