জুড়ীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৫২:১৭ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: সাংবাদিক ও বন্ধু-প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখা। সোমবার জুড়ী উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: নিজাম উদ্দিন।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এমরান হোসেন মনিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি মো: আশরাফুল ইসলাম, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, জুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ছাত্রনেতা আফজাল হোসাইন, সাংবাদিক হাবীবুর রহমান খান, কামরান হোসেন, মাহমুদ উদ্দিন ও আফিফুর রহমান আফিফ প্রমুখ।