রমজানের শিক্ষার আলোকে রাষ্ট্র গঠনে কাজ করুন: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৮:০৩:০৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান মাস প্রশিক্ষণের মাস। এ মাস মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত নেয়ামত। এ মাসে নিজেকে আল্লাহর প্রিয়পাত্র হিসেবে গড়ে তোলার রয়েছে অবারিত সুযোগ। সেই সুযোগ সর্বোচ্চ প্রচেষ্টায় কাজে লাগাতে হবে। তিনি বলেন রমজান মাসের অন্তর্নিহিত শিক্ষা ধারণ করুন এবং পবিত্র রমজানের শিক্ষার আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করুন।
মো. ফখরুল ইসলাম রোববার কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী এলাকায় জামায়াতে ইসলামী দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন পবিত্র রমজান আমাদেরকে আলোকিত করতে আসে। এ মাসের রহমতের ফল্গুধারা এবং মহান মাবুদের ক্ষমা থেকে কোনভাবেই নিজেকে বঞ্চিত করা যাবে না। বরকতপূর্ণ এ মাস থেকে জীবনের সর্বোত্তম পাথেয় সংগ্রহ করতে হবে।
দক্ষিণ রনিখাই ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ারুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জুয়েল আমীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন খান, যুব নেতা ইকবাল হোসেন ইমাদ প্রমূখ। বিজ্ঞপ্তি