সুনামগঞ্জে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে এ প্লাস ক্যাপসুল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৯:০৯:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আগামী ১৫ মার্চ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার জেলার ইপিআই ভবনের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ জসীমউদ্দিন।
ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ৫ শত ৮৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩ লাখ ৪১ হাজার ৪২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ জসীমউদ্দিন জানান, আগে রাতকানা ও কলেরা রোগের প্রাদুর্ভাব বেশি ছিল। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে এসব রোগীর কম পাওয়া যাচ্ছে। এছাড়া এ ক্যাপসুলের কারণে শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতসহ মৃত্যু ঝুঁকি কমে আসছে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন শুকদেবসাহা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যশোবন্ত ভট্টাচার্য ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।