শাবিপ্রবি দিক থিয়েটারের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৯:১৯:৩৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দ্বৈপায়ন দাশ অনন্য ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাওন আকন্দ মনোনীত হয়েছেন। সোমবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অবন্তিকা দে এবং অমিভাত ভূষণ ত্রিপুরা। সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শাকিব, সাংগঠনিক সম্পাদক কল্যাণ পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রুবায়েত মাহমুদ, কোষাধ্যক্ষ স্বাগত দাস পার্থ, সহ-কোষাধ্যক্ষ অমিত বৈদ্য, দপ্তর সম্পাদক সৌধ রায় তীর্থ, প্রচার সম্পাদক এহসানুল হক এবং সহ-প্রচার সম্পাদক উম্মে খাদিজা খুসবু মনোনীত হয়েছেন।
এছাড়া এ কমিটিতে অনুষ্ঠান সংগঠক শিবরাজ ত্রিপুরা, সমাজকল্যাণ সম্পাদক মৌমিতা মজুমদার ও লিয়াজোঁ সম্পাদক গৌরব দেবনাথ মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নন্দনা দেবনাথ, রন্জিতা দেবনাথ পূজা, মাহাদী হাসান তাইম, মোছা. নাদিয়া আক্তার, মারজানা আক্তার স্বর্ণালি ও মো. আশরাফুল ইসলাম রাসেল মনোনীত হন।