শ্রমজীবিদের সাথে ব্যারিস্টার সালামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৯:৪০:২৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, রাজনীতি হলো সাধারণ মানুষকে ঘিরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে এই প্রান্তিক শ্রমজীবি মানুষের কথা চিন্তা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুগযুগ ধরে এদেশের সাধারণ জনগোষ্ঠীকে সাথে নিয়েই সারাটি জীবন ধরে রাজনীতি করে যাচ্ছেন। তিনি আজ অনেক অসুস্থ। এদেশের শ্রমজীবি সাধারণ মানুষের ভালবাসা আর দুয়ায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।
তিনি সোমবার দক্ষিণ সুরমা উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চন্ডিপুলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রান্তিক শ্রমজীবি মানুষের সাথে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল। ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রান্তিক শ্রমজীবি বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিজ্ঞপ্তি