আল ইনসাফ সংস্থা প্রথমপাশার খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৯:৪২:২০ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা প্রথমপাশা’র উদ্যোগে বুরুঙ্গা ইউনিয়নস্থ প্রথমপাশা ও এর আশপাশের ৪৬ টি পরিবারের মধ্যে রমজান মাস উপলক্ষে প্রথমপাশা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পিঁয়াজ, আলু, সয়াবিন, চানা, মুসুর ডাল, খেসারি ডাল, খেজুর, দুধ, চিনি, ময়দা ও লাচ্চিসহ ১১ পদে পরিবার প্রতি প্রায় ১৩ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হা. মাও. আফজাল হোসাইন, সহ সভাপতি শামসুজ্জামান খান, সহ সভাপতি হা. জুনাইদ আহমদ, সাধারণ সম্পাদক সঞ্জব আলী সাকিব, রাজা মিয়া, সাইদুর রহমান, আব্দুল মজিদ লিবু, মামনুন হোসাইন সানি, খায়রুল ইসলাম রুহিন, শাহজাহান মিয়া, ফারহান আহমদ, তাশেক মিয়া, নাহিদ আহমদ ইমন, জিলাদ হোসাইন, শায়খুল ইসলাম তুহিন, মাসুদ আহমদ, রাবেল খান, সোহান আহমদ, ফরিদ মিয়া, হাসান মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি