বিপুল মাদকসহ র্যাবের হাতে আটক ৩
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ১০:০৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাঁজা-ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯। রোববার ও সোমবার পৃথক অভিযানে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত পৌণে ১টার দিকে হবিগঞ্জের মাধবপুরের রতনপুর এলাকায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রতনপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০) ও মো: ইয়াকুব আলীর ছেলে মো: ইসমাইল মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা করেছে।
এদিকে অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজার এলাকা থেকে এসব মাদক জব্দ করে র্যাব। আটক ব্যক্তির নাম মো. রমজান মিয়া প্রকাশ ইয়াছিন (৩০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।